March 26, 2023, 10:23 pm
গৌতম কুমার, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে চেয়ারম্যান পদপ্রার্থীরা নিজ নিজ এলাকাগুলোতে প্রচার-প্রচারণা, পথসভা ও গণসংযোগ চালাতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় বগুড়া শাজাহানপুরের ১নং আশেকপুর ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনী আলোচনা গণসংযোগ করছেন হযরত আলী।
আশেকপুর ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হযরত আলী বলেন, জনকল্যাণের লক্ষ্যে বিগত বছর আশেপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে নির্বাচন করেছি। কিন্তু জনগণ আমাকে ভোট দিলেও স্বার্থলোভী কিছু ব্যক্তিদের কারণে জয়লাভে ব্যর্থ হই। তারপরও হাল ছাড়িনি। এবার আমাকে এ নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিজয়ী করলে এ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়নের রোল মডেলসহ গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করার সুযোগ চাই। আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
জনগণের দোয়া ও সমর্থনের আহবান জানিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হযরত আলী বলেন, আমি নির্বাচিত হলে আমার এ ইউনিয়নে মাদক, সন্ত্রাস, বাল্য বিয়ে ও জুয়া বন্ধে কাজ করে যাব। এ ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডকে ডিজিটাল ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলব। এ জন্য সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করি।
তিনি আরো বলেন, আগামী ২ নভেম্বর আশেকপুর ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে আমাকে আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন, ভোট চাই ভোটারদের দোয়া চাই সকলের।