March 27, 2023, 2:03 pm

শিরোনাম :
স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মহাত্মা গান্ধী পিচ অ্যাওয়ার্ড পেলেন রসায়নবিদ ড. মো. জাফর ইকবাল চকরিয়াকে গৃহহীন ও ভৃমিহীন মুক্ত উপজেলা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী কক্সবাজারের চকরিয়া উপজেলা কে গৃহহীন ও ভুমিহীন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী গোদাগাড়ীতে পেঁয়াজের বীজ চাষে সফল উদ্যোক্তা আব্দুল খালেক, মেসার্স বন্ধু বীজ ভান্ডার গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের কবরস্থান দখলমুক্ত ঠাকুরগাঁওয়ে কলম কথা’ র প্রতিষ্ঠাবার্ষিকী পালন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হলেন ছালাউদ্দিন মানবতার সেবায় ব্রত ক্লিন ইমেজের নেতা ইঞ্জি.জসীম উদ্দিন দক্ষিণ কোরিয়া প্রবাসী অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা
আড়াই লাখ তালগাছের বীড় রোপন করবে ঠাকুরগাঁও জেলা প্রশাসক

আড়াই লাখ তালগাছের বীড় রোপন করবে ঠাকুরগাঁও জেলা প্রশাসক

মোঃ আল আমিন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

তালের গাছ রক্ষায়, প্রাকৃতিক দূর্যোগ থেকে মানুষকে বাঁচতে ও পরিবেশ রক্ষায় ঠাকুরগাঁওয়ে তাল বীজ রোপন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদের সহযোগিতায় আজ মঙ্গলবার দুপুরে (১১ই অক্টোবর) সদর উপজেলার সালন্দর উচ্চ বিদ্যালয় মাঠে জেলায় তাল বীর রোপন কর্মসুচির অংশ হিসেবে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ কর্মসুচির উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা তুলি ও সালন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলে ইলাহী মুকুট চৌধুরি।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: শামসুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন তাল বীজ রোপন আন্দোলনকারী ও প্রশিক্ষক কামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালন্দর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুন্নী আরা ফেরদৌস।
বক্তারা তাল গাছ ও তাল বীজ রোপনের নানা উপকারীতা এবং তালগাছের প্রাকৃতিক পরিবেশ রক্ষা, প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় তালগাছের অবদানসহ এর বিভিন্ন গুণাগুণ তুলে ধরেন। সে সময় তারা বেশি বেশি তালগাছসহ অন্যান্য গাছ রোপনের মাধ্যম্যে প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং বর্জ্যপাতসহ অন্যান্য প্রাকৃতিক দূর্যোগ হতে রক্ষা অঙ্গীকার করেন। পরে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মাঝে তাল বীজ ও তাল গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় সালন্দর উচ্চ বিদ্যালয় চত্বরে একটি তাল গাছের চারা ও একটি তালের বীজ এবং সালন্দর কলেজে একটি তাল গাছের চারা ও একটি তালের বীজ রোপন করে আনুষ্ঠানিকভাবে এ কর্মসুচির উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। সে সময় রাজনীতিক, জনপ্রতিনিধি, সাংবাদিক, সালন্দর কলেজ, সালন্দর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com