September 24, 2023, 2:50 pm
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ভরনিয়া শালপাড়া গ্রামে ১০অক্টোবর সোমবার বাদশাহ আলমের পুত্র উজির আলী (৩২) নামে এক যুবকের বজ্রপাতে মৃত্যু হয়৷ জানাযায় সোমবার বিকালে উজির আলী বাড়ির পাশে ধানক্ষেতে ঘাস কাটাতে গেলে এ সময় আকাশে হঠাৎ বজ্রপাত সহ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন ঘটনাটি জানতে পেরে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।এ প্রসঙ্গে ধর্মগড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বজ্রপাতে মারা যাওয়া উজির আলী ‘র লাশ দাফনের ব্যাবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ শেখ বলেন, বিষয়টি আসলে আমারা এখনো অবগত নই,তবে আমরা খোঁজ নিচ্ছি ৷