January 30, 2023, 4:00 am
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে ১০অক্টোবর২০২২ইং রোজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি৷
বিশেষ অতিথী হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন,পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, এনএসআই’র জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন,ঠাকুরগাঁও জেলা আ’লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন,সাধারণ সম্পাদক দীপক কুমার রায়,মহিলা বিষয়ক সম্পাদিকা আয়েশা সিদ্দিকা তুলি,ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন এছাড়াও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী,সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক,পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু প্রমুখ। সভায় জেলার অন্যান্য উপজেলার উপজেলা পরিষদের চেয়ারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তা,ওসি সহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাগণ অংশ নেন। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিকল্পে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়৷