December 10, 2023, 8:14 am

শিরোনাম :
বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন সাইদুর রহমান জেল হত্যা দিবসে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সাহাদাত হোসেন রনি বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটির সদস্য নির্বাচিত হয়েছেন রসায়নবিদ মোঃ জাফর ইকবাল গোদাগাড়ীতে শিক্ষকদের অবদান অধিকার এবং কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা শীর্ষক আলোচনা সভায় গোদাগাড়ীতে ১ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ আটক ২ ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রীয় মর্যাদায় মহিলা মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন ঠাকুরগাঁও রাণীশংকৈলে ১৭জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ প্রাকৃতিক দূর্যোগের বাঁধা সামলে কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম ৮ম বারের মতো জাতীয় চ্যাম্পিয়ন! ডুলাহাজারায় দুই করাতকলে অভিযান; জরিমানা সহ মালামাল জব্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাহাদাত হোসেন রনি
প্রাণিসম্পদ বিভাগের মামলায় ইউনুচ মিয়ার জামিন বাদীপক্ষকে আদালতে তলব!

প্রাণিসম্পদ বিভাগের মামলায় ইউনুচ মিয়ার জামিন বাদীপক্ষকে আদালতে তলব!

মোহাম্মদ শাহনেওয়াজ, বান্দরবান জেলা প্রতিনিধি।

আলীকদম প্রাণী সম্পদ বিভাগের “প্রাণীরস্বাস্থ্য সনদ জাল করে গরু চোরাচালান “মামলায় উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ইউনুচ মিয়ার জামিন দিয়েছে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের আমলী আদালত। একই সাথে আলীকদম উপজেল নির্বাহী অফিসার ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে আদালত তলব করার বিষয়টি আসামীপক্ষের আইনজীবী নিশ্চিত করেছেন।

জানা যায়, মামলাটি দায়ের করেছেন উপসহকারী প্রাণি কর্মকর্তা আব্দুল্লাহ ইবনে রাওহা পারভেজ। আলীকদম থানায় গত ২০ সেপ্টেম্বর রাতে মামলাটি পেনাল কোড ১৯৮০ এর ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় রুজু হয়। মামলার এজাহারে বলা হয়, গত ১৫ সেপ্টম্বর সকালে অভিযুক্ত ইউনুচ মিয়া প্রাণি সম্পদ কার্যালয়ে এসে ৪১টি গরুর ‘প্রাণির স্বাস্থ্য সনদ’ চান। এরপর উপ-সহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা এসব গরুর স্বাস্থ্য পরীক্ষা করে ১১ টি গরু অসুস্থ হিসেবে শনাক্ত করেন। এসব গরুর পায়ে ব্যথা, মুখে ও পায়ে ঘা , সেলাইবেশন এবং দুর্বল হওয়ায় এক সপ্তাহ আইসোলেশন ও অবজারবেশনে রাখার জন্য চিকিৎসা সনদ প্রদান করেন। এদিকে, ২০ সেপ্টেম্বর সকালে ৪১টি গরুর ‘স্বাস্থ্য সনদ’ জাল করে অভিযুক্ত ইউনুচ গরুগুলি আলীকদম থেকে পাচারের উদ্দেশ্যে ট্রাকযোগে কানামাঝি আর্মি ক্যাম্পে পৌঁছালে খবর পেয়ে বিজিবির সহায়তা নিয়ে ইউএনও মেহরুবা ইসলাম গরুগুলো আটক করেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com