December 10, 2024, 10:19 pm
নিজস্ব প্রতিবেদক: ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনাকে ধারণ করে পিরোজপুরের নাজিরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবক লীগ । দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচি পালন করে মাটিভাংগা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম সজিব, পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মসাধারণ সম্পাদক জসিম হালদার রায়হান, পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এডভোকেট দীপঙ্কর হালদার দিপু, নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মসাধারণ সম্পাদক পান্না, মাটিভাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বিলু, মাটিভাংগা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তৌকির আহমেদ মিন্টুসহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।