October 9, 2024, 9:16 pm
নিজস্ব প্রতিনিধি
করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান এফ এম সিদ্দিকী খালেদা জিয়ার বাসভবন ফিরোজা থেকে বের হয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে রাত ১০টার দিকে তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও আজকের (শনিবার) করা পরীক্ষাগুলোর রিপোর্ট পর্যালোচনা করতে তার বাসায় যান। দুই ঘণ্টার বেশি সময় তারা খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন।
দ্বিতীয় রিপোর্টেও করোনা পজিটিভ এলেও বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ভালো বলে জানান এফ এম সিদ্দিকী।
তিনি বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা ভালো আছে, তার ফুসফুসেও কোনো জটিলতা নেই।
এ সময় তিনি আরো বলেন, আজ (শনিবার) বেগম জিয়ার শারীরিক সবগুলো পরীক্ষা করা হয়েছে এবং রিপোর্ট ভালো এসেছে। করোনার দ্বিতীয় সপ্তাহের যে জটিলতা তিনি সেটা কাটিয়ে উঠেছেন। আশা করছি পাঁচ থেকে ছয় দিন পর আবার টেস্ট করলে তিনি করোনা থেকে নেগেটিভ হয়ে যাবেন।
এ দিকে খালেদা জিয়ার আরেক চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা: জাহিদ জানান, খালেদা জিয়াসহ বাসার চারজনের করোনার দ্বিতীয় রিপোর্ট পজিটিভ এসেছে। বাকি পাঁচজন নেগেটিভ হয়েছেন।