December 11, 2024, 3:18 pm
গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
নেত্রকোনার সড়ক ও জনপথ অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো: রাসেল মৃধা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ এক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।
নিহত রাসেল পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের ২০০১-০২ সেশনের (নবম ব্যাচের) সিভিল ডিপার্টমেন্টের শিক্ষার্থী ছিলেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম ব্যাচের শিক্ষার্থী প্রকৌশলী মো: কামাল হোসেন। তিনি আরো জানান, মরহুম রাসেল মৃধার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলাধীন আমখোলা গ্রামে।