December 11, 2024, 4:20 pm
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হওয়ায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার সন্তান নূরুল ইসলাম সজীবকে গণসংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৫ ফেব্র“য়ারি) বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এই সবংর্ধনার আয়োজন করে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য তুহিন হালদার তিমিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আল-আমীন খানের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা নূরুল ইসলাম সজীব।
আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রাণ কৃষ্ণ বিশ্বাসসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
এর আগে বিপুলসংখ্যক নেতাকর্মীর বহর নিয়ে টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধুর মাজারে ও পরে নাজিরপুরে অবস্থিত বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন নূরুল ইসলাম সজীব।