January 26, 2021, 1:32 am
এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া
কক্সবাজারের চকরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসীদের নির্মম পিটুনীতে খুন হয়েছেন মো. সোহেল রানা (২৮) নামে এক ছাত্রলীগ নেতা। নিহত সোহেল রানা চকরিয়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পালাকাটা হাসেম মাষ্টার পাড়া এলাকার আবদুর রকিমের ছেলে। তিনি পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন। গত ৪ নভেম্বর পেকুয়া উপজেলা কৃষকলীগের আহবায়ক মেহের আলীর কন্যা কলির সাথে পারিবারিকভাবে বিয়ে হয় ছাত্রলীগের সোহেল রানার। বিয়ের পর মেহেদীর রং না মুছতেই ২৪ দিনের মাথায় জমি বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলায় খুন হন এ ছাত্রলীগ নেতা। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে চকরিয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ভরামুহুরীস্থ হাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় সাথে জড়িত থাকার অভিযোগে আবদুল মান্নান (৩৪) নামে একব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তিনি একই এলাকার কবির আহমদের ছেলে।
নিহত সোহেলের পিতা আবদুর রকিম বলেন, ‘ভরামুহুরী হাজিপাড়া এলাকায় আমাদের কেনা একখন্ড জমি রয়েছে। বেশকিছুদিন ধরে ওই জমি জবর দখলে নেওয়ার চেষ্টা চালায় একদল সন্ত্রাসী। শনিবার রাতে আমাদের ক্রয়কৃত জমি জবর দখলে নেয়ার খবর পেয়ে আমার ছেলেসহ আরও কয়েকজন সেখানে ছুটে যায়। সেখান থেকে ফেরার পথে হাজিপাড়া এলাকার নরুল আলমের নেতৃত্বে একদল সন্ত্রাসী সোহেলকে পেছন থেকে হাতুড়ি ও কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে ঘটনাস্থলেই পড়ে থাকে সোহেলের নিথর দেহ। সেখান থেকে সোহেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে থানা পুলিশ নিহতের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে রবিবার রবিবার (২৯ নভেম্বর) সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো, আশরাফ হোসেন বলেন, জমি বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আবদুল মান্নান নামে একব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় আরও যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। #