January 26, 2021, 3:21 am
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরে স্থানীয় এমপি আনােয়ার হােসেন হেলাল এর সাথে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা পর্যায়ের বিভাগীয় প্রধান কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সােমবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়ােজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মােঃ আল মামুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনােয়ার হােসেন হেলাল।
এছাড়াও উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদা বেগম, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, রাণীনগর থানার ওসি মােঃ জহরুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তারা।#