October 9, 2024, 11:04 pm
নাসিম আহমেদ রিয়াদ, স্পেশাল করেসপন্ডেন্টঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে কালবৈশাখী ঝড় আর প্রচন্ড শিলা বৃষ্টিতে উপজেলার ধানগড়া, ধামাইনগর, চান্দাইকোনা, সোনাখাড়া ও ঘুড়কা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে আবাদি জমির পাকা ধান বাতাসে হেলে পড়েছে। সেই সাথে প্রচন্ড শিলা বৃষ্টিতে ধানের ক্ষয়ক্ষতি হয়েছে। এমনিতেই করোনার মত মহামারিকে সামাল দিতে হিমশিম খাচ্ছে কৃষক, তার উপর কাল বৈশাখী ঝড়ের ছোবল। উপজেলা কৃষি অফিস সূত্রে গেছে, গত বুধবার বিকালে হঠাৎ পশ্চিম আকাশে মেঘ ঘনভূত হয়। এরপর প্রচন্ড ঝড় ও শিলা বৃষ্টি শুরু হয়।
এতে করে পাকা ধান গুলো মাটিতে ঝড়ে পড়ে। আর ক্ষতিগ্রস্থ এলাকা গুলো হলো ধামাইনগর ইউনিয়নের বাঁকাই, সোনাখাড়া ইউনিয়নের মুধপুর সহ বেশ কয়েকটি গ্রাম। এদিকে ঘুড়কা ইউনিয়নের মুরারিপুর, দেওভোগ সহ কয়েকটি গ্রামে এবং চান্দাইকোনা ইউনিয়নের পশ্চিম লক্ষিকোলা, বাঐখোলা সহ কয়েকটি গ্রাম, ধানগড়া ইউনিয়নের লাহোর গ্রাম সহ বেশ কয়েকটি গ্রাম।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার শহিদুল ইসলাম জানান, গত ১ সপ্তাহের শিলা বৃষ্টি ও ঝড়ে (২-৩)’শ হেক্টর আবাদি জমির পাকা ধানের ক্ষতি হয়েছে।