June 6, 2020, 6:35 am

চকরিয়া উপজেলা প্রশাসন কর্তৃক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা

চকরিয়া উপজেলা প্রশাসন কর্তৃক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা

এম, রিদুয়ানুল হক , চকরিয়া

ঘূর্ণিঝড় “বুলবুল” এর কারণে সৃষ্ট ক্ষয়-ক্ষতি এড়ানো ও জনদুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে ৮ নভেম্বর (শুক্রবার) চকরিয়া উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর হোসাইন, সিপিপি নেতৃবৃন্দ সহ চকরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

ঘূর্ণিঝড় “বুলবুল” মোকাবেলায় চকরিয়া উপজেলা প্রশাসন নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করেন—-

১/ উপজেলার সকল সাইক্লোন সেন্টার সমূহ খোলা রাখার জন্য ইউপি চেয়ারম্যান ও শিক্ষা অফিসারকে নির্দেশনা প্রদান।

২/ পর্যাপ্ত শুকনা খাবার, নগদ অর্থসাহায্য ও চাল এর ব্যবস্থা।

৩/ প্রতি ইউনিয়ন ও ওয়ার্ড এ চেয়ারম্যান ও মেম্বারের নেতৃত্বে সিপিপি ভলান্টিয়ার সহ অন্যান্যদের নিয়ে ভলান্টিয়ার ও রেস্কিউ টিম গঠনের জন্য ইউপি চেয়ারম্যানকে ও সহকারী পরিচালক সিপিপি চকরিয়াকে নির্দেশনা প্রদান।

৪/ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা।

৫/ কমিউনিটি ক্লিনিক, উপজেলা হেলথ কমপ্লেক্স, এম্বুলেন্স, ইমার্জেন্সি মেডিকেল টিম, জরুরি ওষুধ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রস্তুত রাখা।

সর্বোপরি দুর্যোগকালীন সময়ে জরুরী যোগাযোগের জন্য খোলা হয়েছে চকরিয়া উপজেলা কন্ট্রোল রুম। যোগাযোগঃ ০১৭২০২৪০৪৮১

নিউজটি শেয়ার করুন

Comments are closed.
© All rights reserved © 2019 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com