December 12, 2024, 2:31 am
এম, রিদুয়ানুল হক চকরিয়াঃ
সম্প্রতি ২য় বারের মতো চকরিয়া পৌরসভায় ৭৬ কোটি টাকার প্রকল্প বরাদ্দ দিয়েছে বিশ্ব ব্যাংক। উক্ত প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু করেছে চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী। চকরিয়া পৌর মেয়রের নির্দেশিত যেসব এলাকায় প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে তা সর্বসাধারনের জ্ঞাতার্থে তালিকা আকারে প্রকাশ করা হলো
১। চকরিয়া পৌর এলাকার ৫নং ওয়ার্ড-করাইয়া ঘোনা হোসেন চেয়ারম্যান বাড়ি হতে মাষ্টার সিরাজ আহমদ বাড়ি পর্যন্ত আরসিসি রাস্তা।
২। চকরিয়া পৌর এলাকার ৫ নং ওয়ার্ড করাইয়া ঘোনা কালু মাঝি বাড়ি হতে মগ পাড়া লাইটিং সহ আরসিসি রাস্তা নির্মাণ কাজ।
৩। চকরিয়া পৌর এলাকার ৬ নং ওয়ার্ড করাইয়া ঘোনা ওমর বাড়ি হতে আবদুল হাকিম বাড়ি হয়ে মৌলভী মন্জুর হুজুরে পর্যন্ত লাইটিং সহ আরসিসি রাস্তা নির্মাণ কাজ।
৪। চকরিয়া পৌর এলাকার ৯ নং ওয়ার্ড আব্বাছ মাষ্টার বাড়ি হতে বলাগোল মুমিন মাদ্রাসা পর্যন্ত।
৫। চকরিয়া পৌর এলাকার ৮ নং ওয়ার্ড চিরিংগা ষ্টেশন পাড়া লাইটিং সহ আরসিসি রাস্তা নির্মাণ কাজ।
৬। চকরিয়া পৌর এলাকার ৭ নং ওয়ার্ড বিনামারা ঈদ্দাপাড়া মোস্তাক আহমদের দোকান হতে নুরুল কবির বাড়ি পর্যন্ত লাইটিং সহ রাস্তা নির্মাণ কাজ।
৭। চকরিয়া পৌর এলাকার ২ নং ওয়ার্ড সাব রেজিষ্টার অফিস হতে হালকাকারা বেড়িবাঁধ পযর্ন্ত লাইটিং সহ ড্রেন নিমার্ণ কাজ।
৮। চকরিয়া পৌর এলাকার ৪ নং ওয়ার্ড স্বপ্নপূরী কালভার্ট হতে খোদারকুম পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ কাজ।
৯। চকরিয়া পৌর এলাকার ১ নং ওয়ার্ড ঘনশ্যাম বাজার হতে সোবাহানিয়াকুম পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ কাজ।
১০। চকরিয়া পৌর এলাকার ৭ নং ওয়ার্ড পালাকাটা কেন্দ্রীয় জামে মসজিদ হতে আবু সালামে দোকান পর্যন্ত ড্রেন নির্মাণ কাজ।
১১। চকরিয়া পৌর এলাকার ৪ নং ওয়ার্ড ভরামুহুরী হাজী পাড়া সড়ক লাইটিং সহ আরসিসি দ্বারা ড্রেন সহ নির্মাণ কাজ।
১২। চকরিয়া পৌর এলাকার ৫ ও ৬নং ওয়ার্ড মগবাজার মহিলা মাদ্রাসা হতে জাহাঙ্গীর সিকদারের বাড়ি পর্যন্ত লাইটিং সহ সড়কে আরসিসি দ্বারা উন্নয়ন।
১৩। চকরিয়া পৌর এলাকার ৬ ও ৭নং ওয়ার্ড মগবাজার কালভার্ট হতে মাছঘাট পর্যন্ত লাইটিং সহ আরসিসি দ্বারা রাস্তার উন্নয়ন কাজ।
১৪। চকরিয়া পৌর এলাকার ১,২ ও ৮নং ওয়ার্ডে কোচপাড়া আরকান সড়ক এর মাথা হতে মাতামুহুরি ব্রিজ হয়ে জালিয়াপাড়া পর্যন্ত শহর রক্ষাবাঁধের উপর লাইটিং সহ আরসিসি দ্বারা রাস্তার উন্নয়ন কাজ।
১৫। চকরিয়া পৌর এলাকার ৮ নং ওয়ার্ড এশিয়ান হাসপাতাল হতে বাঁশঘাট ষ্টেশন পর্যন্ত লাইটিং সহ আরসিসি দ্বারা সড়কে উন্নয়ন কাজ।
১৬। চকরিয়া পৌর এলাকার ৯নং ওয়ার্ড রাজধানী পাড়া দুবাই মোজাম্মেলের বাড়ি হতে মৌলভীপাড়া জামে মসজিদ পর্যন্ত লাইটিং সহ আরসিসি দ্বারা সড়কে উন্নয়ন কাজ।
১৭। চকরিয়া পৌর এলাকার ৭নং ওয়ার্ড মৌলভীরকুম বাজার হতে পালাকাটা বার আউলিয়া মসজিদ হয়ে লাল মিয়া সওদাগর পর্যন্ত লাইটিং সহ আরসিসি সড়কে উন্নয়ন কাজ।
১৮। চকরিয়া পৌর এলাকার ৩ নং ওয়ার্ড বাটাখালি শহীদ আবুল কালাম সড়কে লাইটিং সহ রাস্তার উন্নয়ন কাজ।
১৯। চকরিয়া পৌর এলাকার ৮,৪,৬ নং ওয়ার্ডের আরকান সড়কে সমিতি মার্কেট হতে গার্লস স্কুল রোড় হয়ে হাসপাতাল পাড়া বজ মহাজান বাড়ি হয়ে খোদারকুম হয়ে এবং ক্যামব্রিয়ান স্কুল থেকে বাস টার্মিনাল রিয়াজুল জন্নাত মসজিদে পর্যন্ত সড়ক লাইটিং সহ আরসিসি দ্বারা উন্নয়ন কাজ
২০। চকরিয়া পৌর এলাকার গ্রামীণব্যাংক হতে সার্ভ অফিস হয়ে ভাঙ্গারমুখ চক্ষু হাসপাতাল পর্যন্ত লাইটিং সহ সড়কে আরসিসি দ্বারা উন্নয়ন কাজ।
২১। চকরিয়া পৌর এলাকার ৭ নং ওয়ার্ড চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়ক হতে বর্তমান এমপি এর বাড়ি হয়ে পালাকাটা জেটি রোড় পর্যন্ত লাইটিং সহ সড়কে আরসিসি দ্বারা উন্নয়ন কাজ।
২২। চকরিয়া পৌর এলাকার ৬ ও ৭নং ওয়ার্ড মৌলভীরকুম বাজার হতে মগবাজার পর্যন্ত এবং নিজপানখালি স্কুল হতে বড়ুয়াপাড়া শ্মাশান পর্যন্ত ও বড়ুয়াপাড়া মন্দিরপাড়া রোড় লাইটিং সহ আরসিসি দ্বারা উন্নয়ন কাজ।
২৩। চকরিয়া পৌর এলাকার ২ নং ওয়ার্ড চকরিয়া পাইলট হাই স্কুল জামে মসজিদ হতে ওয়েষ্টার্ন প্লাজা মার্কেট পর্যন্ত সড়ক লাইটিং ও ড্রেন সহ আরসিসি দ্বারা উন্নয়ন কাজ।
২৪। চকরিয়া পৌর এলাকার ৩ নং ওয়ার্ড ফুলতলা হতে তরছঘাট হয়ে ঘনশ্যাম বাজার পর্যন্ত সড়কে ড্রেনের উপর টাইলস স্হাপন ও লাইটিং নির্মাণ কাজ।
২৫। চকরিয়া পৌর এলাকার বাসটার্মিনাল এস এ পরিবহনের সামনে হতে লামা-আলিকদম বাসস্টেশন ও জিপ ষ্টেশন হতে কলার আড়ৎ পর্যন্ত লাইটিং সহ আরসিসি ড্রেন নির্মাণ কাজ।
২৬। চকরিয়া পৌর এলাকার ৩, ২ ও ১নং ওয়ার্ডে চকরিয়া পৌরসভার ১নং গেইট হতে বেতুয়াবাজার সড়ক পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ কাজ।
২৭। চকরিয়া পৌর এলাকার ৯ নং ওয়ার্ড পুকপুকুরিয়া বালাগুল মুবিন মাদ্রাসা হতে পশ্চিমে বাঁধা খাল পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ কাজ।
২৮। চকরিয়া পৌর এলাকার ২ নং ওয়ার্ড চিরিংগা ডা:তেজেন্দ্র এর বাড়ি হতে গ্রামার স্কুল পযর্ন্ত আরসিসি ড্রেন নির্মাণ কাজ।
২৯। চকরিয়া পৌর এলাকার বেতুয়াবাজার রাস্তা হতে সোবাহানিয়াকুম কালভার্ট পর্যন্ত সড়ক লাইটিং সহ আরসিসি দ্বারা উন্নয়ন কাজ।
৩০। চকরিয়া পৌর এলাকার ২ নং ওয়ার্ড ওয়াপদা সড়ক লাইটিং ও ড্রেন সহ আরিসিসি দ্বারা নির্মাণ কাজ।
৩১। চকরিয়া পৌর এলাকার ৯ নং ওয়ার্ড বজেন্দ্র মহাজন গেইট হতে অলিশাহ বাজার পর্যন্ত সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন কাজ।
মেয়র আলমগীর চৌধুরী বলেন- উপরোক্ত প্রকল্প ছাড়া পালাক্রমে সকল ওয়ার্ডে অসমাপ্ত গুরুত্বপূর্ণ কাজগুলো সমাপ্ত করা হবে। এবিষয়ে সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি।