January 24, 2020, 4:50 am

ভারতে গণেশ বিসর্জন দিতে গিয়ে প্রাণ বিসর্জন ১৩ জনের

ভারতে গণেশ বিসর্জন দিতে গিয়ে প্রাণ বিসর্জন ১৩ জনের

অনলাইন ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের খাটলাপুরে নৌকাডুবির ঘটনায় ১৩ জনের প্রাণহানি হয়েছে। খাটলাপুর ঘাটে গণপতি বিসর্জনকে কেন্দ্র করে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার গণপতি বিসর্জন ঘিরে বহু মানুষের সমাগম হয় খাটলাপুরে। সেখানের মন্দিরঘাট এলাকায় এমন সমাবেশে ব্যাপক ভিড় হওয়ায় নৌকাতে অতিরিক্ত মানুষ উঠে পড়েন। যার জেরে নৌকাডুবি হয় বলে সূত্রের দাবি। এরপর থেকেই মৃত্যু সংবাদ আসতে শুরু করে।

ঘটনার কথা জানতে পেরেই ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল। উদ্ধার করা হয় বিপর্যস্ত মানুষদের। এখনও পর্যন্ত ঘটনায় ১৩ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.
© All rights reserved © 2019 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com